প্রতীকী ছবি শাহরিয়ার হাসান, ঢাকা: বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় তথ্যভান্ডারও সুরক্ষিত রইল না। স্পর্শকাতর তথ্যের এই ভান্ডারে ঢোকার চাবি অর্থাৎ আইডি হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা (হ্যাকার)। রেখে দিয়েছে চোরাই তথ্য বাজারের (ডার্ক ওয়েব) একাধিক সাইটে। সেখানে তথ্য সংযোজন-বিয়োজন ও বেচাকেনার সুযোগ থাকায় বিষয়টি গুরুতর হুমকিস্বরূপ বলছে পুলিশ সদর দপ্তর। আইডি বেহাতের বিষয়টি কয়েক দিন আগে নজরে এসেছে পুলিশের। তবে কী পরিমাণ তথ্য বেহাত হয়েছে, তা নিশ্চিত নয় তারা। তারা মনে করছে, অসতর্কতা বা অবহেলার কারণে ব্যবহারকারীর আইডি ও পাসওয়ার্ড হাতিয়েছে সাইবার অপরাধীরা। ওই তথ…