প্রতিনিধি ঝিনাইদহ ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ‘নোটিশ’ দেওয়া হয়েছিল | ছবি: সংগৃহীত ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ফলসী ইউনিয়নের একটি গ্রাম শড়াতলা। এই গ্রামে সব ধরনের বাদ্যযন্ত্র নিষিদ্ধ করা হয়েছে। এমনকি সেখানে তৃতীয় লিঙ্গের কারও প্রবেশও নিষেধ। নিয়মের ব্যত্যয় হলে জরিমানা করার নোটিশও দেওয়া হয়েছে। বলা হয়ে থাকে, বাউল লালন শাহর জন্মভূমি এই হরিণাকুণ্ডু। এই বাউলসাধকের জন্মস্থানে এমন ঘটনায় চটেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, এটা বেআইনি। হরিণাকুণ্ডু উপজেলা শহর থেকে ১৪ কিলোমিটার দূরের গ্রাম শড়াতলা। গ্রামের বিভিন্ন বাড়ি ও…