বড় ও ছোট ফেনী নদীতে ধরা পড়া বড় বড় ইলিশ মাছ | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি সোনাগাজী: বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে ফেনীর সোনাগাজী উপজেলার বড় ও ছোট ফেনী নদীতে জেলেদের জালে মঙ্গলবার ধরা পড়েছে আড়াই ও দুই কেজির ৫০টি ইলিশ মাছ। ইলিশগুলোর মধ্যে ১০টি আড়াই ও ৪০টি দুই কেজি ওজনের। একই সময় আকারে আরেকটু ছোট ইলিশ ধরা পড়েছে ১৫০ কেজি। সব মিলিয়ে মঙ্গলবার জেলেদের জালে ছয় মণের বেশি ইলিশ ধরা পড়ে। মাছগুলো নদীর তীরে আড়তে নিয়ে নিলামে তুললে তিনজন মাছ ব্যবসায়ী ৩ লাখ ৯০ হাজার ৮০০ টাকায় কিনে নেন। পরে বাজারে এনে বড় ৫০টি মাছ ১ লাখ ৩৫ হাজার টাকায় বিক্রি করেন তাঁরা। স্থানীয় জে…