ফেরদৌস ফয়সাল: হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.) যখন মক্কায় যেতেন, তাঁর আগে বাড়িঘরের দিকে ফিরেও তাকাতেন না। লোকেরা জিজ্ঞেস করলেন, ‘আপনার বাড়িঘরের প্রতি আপনি এত নাখোশ কেন?’ উত্তরে তিনি বললেন, ‘ওইগুলো তো আমি আমার আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি।’ হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.) ছিলেন তাকওয়াবান। আল্লাহর পথে দানের ক্ষেত্রে আবদুর রহমান ইবনে আউফ (রা.) ছিলেন অনন্য। সম্পূর্ণ খালি হাতে তিনি মদিনায় এসেছিলেন। মদিনায় আসার দ্বিতীয় দিন থেকেই তিনি কায়নুকার বাজারে ঘি আর পনির দিয়ে ব্যবসা শুরু করেন। কালক্রমে তিনি একজন সেরা ব্যবসায়ী হয়ে ওঠেন। হজরত উসমান (রা.)…