সাকরাইন উৎসবের আগে অলিগলিতে রঙিন ঘুড়ির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ১৩ জানুয়ারি, শাঁখারীবাজার, পুরান ঢাকা | ছবি: পদ্মা ট্রিবিউন আশীষ উর রহমান, ঢাকা: সূর্য উঠেছে ঠিকই। তবে তার দেখা মিলছে না। ঢাকার আকাশ ঢেকে রেখেছে ঘন কুয়াশা। বইছে কনকনে উত্তুরে হাওয়া। ঘড়িতে তখন বিকেল সাড়ে তিনটা। পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কের সামনে দাঁড়িয়ে পশ্চিম দিকে তাকিয়ে চোখে পড়ল ধূসর পটভূমিতে ভাসছে রংবেরঙের ঘুড়ি। লাল ইটের তৈরি পুরোনো দিনের গোলাকার পানির ট্যাংকের ওপর দিয়ে লক্ষ্মীবাজারের দিকে আকাশজুড়ে যেন বর্ণালি ছড়িয়ে দিয়েছে উড়তে থাকা ঘুড়ির ঝাঁক। পৌষের শেষ দিন রোববার সকা…