টনি হেমিং ও তানজিনা মিতু | ছবি: পদ্মা ট্রিবিউন সাইফুল্লাহ্ বিন আনোয়ার: মেলবোর্ন থেকে সাউথ গিপসল্যান্ডের দূরত্ব ১৫০ কিলোমিটারের একটু বেশি। টনি হেমিংয়ের কাছে জায়গাটা ইউরোপের মতো। পাহাড়, উঁচু-নিচু রাস্তা। হেমিংয়ের বড় দুই ভাই ভিক্টোরিয়া রাজ্যের জুনিয়র পর্যায়ে সাইক্লিস্ট ছিলেন একসময়। আর হেমিংয়ের প্রথম রেসটা ছিল ১০ বছর বয়সে। নিজের আরেকটি পরিচয় তিনি দেন এভাবে—সাবেক পেশাদার সাইক্লিস্ট। হেমিং সাউথ গিপসল্যান্ড ছেড়েছেন আগেই, মেলবোর্ন-লন্ডন-দুবাই হয়ে এখন থিতু পার্থে। স্ত্রী-সন্তান থাকেন সেখানেই। পার্থ স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজারের কাজটা একটা সময়…