তাড়াশ উপজেলাসহ পাশের পাবনা, নাটোর ও বগুড়া জেলার বিভিন্ন উপজেলার দই প্রস্তুতকারীরা মেলায় দইয়ের পসরা সাজিয়েছেন। উপজেলা সদরের দইমেলার মাঠে | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি তাড়াশ: কয়েক দিনের তুলনায় বৃহস্পতিবার কুয়াশার মাত্রা কিছুটা বেশি। আকাশে মেঘের আনাগোনা আছে। মাঘের এমন সকালে জমে উঠেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের দইমেলার মাঠ। সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী এই দইমেলার আয়োজন করা হয়েছে। দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ বছর মেলার আয়োজন আরও জমজমাট বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। বুধবার বিকেল থেকে বিভিন্ন এলাকার নামীদা…