ভোলা নর্থ-২ নামের নতুন এই গ্যাসকূপ দেখতে সেখানে বিভিন্ন বয়সী মানুষ ভিড় করছেন। মঙ্গলবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি ভোলা: অনেক দূর থেকে গ্যাসকূপে প্রজ্বলিত আগুনের শিখা দেখা যাচ্ছে। এর সঙ্গে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে ভেসে আসছে বড় কোনো যন্ত্রের মতো শব্দ। তবে কাছে গিয়ে বোঝা গেল, এটা কোনো যন্ত্রের শব্দ নয়, মূলত গ্যাসকূপের প্রজ্বলিত আগুনের শিখার শব্দ। ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সদুর চর এলাকার দক্ষিণ চরপাতা গ্রামের পেডিখাতের বিলের মধ্যে মিলেছে এই গ্যাসকূপের সন্ধান। নাম দেওয়া হয়েছে ‘ভোলা নর্থ-২’। নতুন এই গ্যাসকূপ দেখত…