নিজস্ব প্রতিবেদক: সপ্তম শ্রেণির ‘শিল্প ও সংস্কৃতি’ বইয়ের পৃষ্ঠা-৯–এ থাকা গানটির নবম লাইনটি নেই। এখন সংশোধনীতে সেই লাইন ‘একটু সাদা দিলে’ যুক্ত করা হচ্ছে। সংশোধিত লাইনটি বইয়ের ‘ফিকে হবে সব গাঢ় রং’–এর পর যুক্ত হবে। এ রকমভাবে নতুন শিক্ষাক্রমের আলোকে তৈরি ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সব কটি বইয়ের ভুল-অসংগতিগুলোর সংশোধনী পাঠাতে যাচ্ছে এনসিটিবি। ইতিমধ্যে সংশোধনীর খসড়া প্রস্তুত করা হয়েছে। এখন সেটি চূড়ান্ত করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় সংশোধনীগুলোর ‘সফট কপি’ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে পাঠানোর পরিকল্পনা করছে এনসিটিবি। এনসিটিবি সূত্র মতে, সংশো…