ফাদার প্যাট্রিক গমেজ খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সে উপলক্ষে গির্জায় আলোকসজ্জা। নয়াসড়ক, সিলেট, ২৪ ডিসেম্বর | ছবি: পদ্মা ট্রিবিউন বড়দিন মানে অনেকের কাছে খ্রিষ্টধর্মাবলম্বীদের একটি মহোৎসব। কোন ঘটনাকে কেন্দ্র করে এই বড়দিনের মহোৎসব এবং আমাদের জন্য এ ঘটনা কী শিক্ষা আনে, সেটিই হলো আমাদের প্রতিপাদ্য। ঈশ্বরসৃষ্ট সুখী মানুষ যখন পাপ করে বসে, তখন শাস্তির পাশাপাশি ঈশ্বর মুক্তির প্রতিজ্ঞাও দিলেন। পবিত্র বাইবেলে উল্লেখ আছে, এক নারীর বংশ শয়তানের মাথা চূর্ণ করবে (আদিপুস্তক ৩: ১৫-১৬), অর্থাৎ নারী …
নিজস্ব প্রতিবেদক বড়দিনে গির্জায় প্রার্থনায় অংশ নেন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ। রাজধানীর তেজগাঁওয়ের গির্জায়, আজ বুধবার | ছবি: পদ্মা ট্রিবিউন পাপকে ঘৃণা করে মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রেখে সম্প্রীতির জীবন সুখী হোক—বড়দিনের প্রার্থনায় এমন বার্তাই ছড়িয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার খ্রিষ্টান সম্প্রদায়ের শুভ বড়দিন। সকালের প্রার্থনায় গির্জায় গির্জায় ছড়িয়ে দেওয়া হয়েছে শান্তির বার্তা। আজ উদ্যাপিত হচ্ছে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন (ক্রিসমাস ডে)। সকালে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানীর গির্জার…