সাদিয়া মাহ্জাবীন ইমাম রমনা পার্কের শিশুচত্বরের দোলনায় ছোট্ট আরশী খন্দকার। দোল দিচ্ছেন বাবা রবিউল ইসলাম। সামনে সন্তানের ব্যাগ হাতে দাঁড়িয়ে মা সামিয়া ইয়াসমিন | ছবি: পদ্মা ট্রিবিউন রাজধানীর রমনা পার্ক। পার্কের শিশুচত্বরের স্লিপার বেয়ে নামতে চেষ্টা করছিল ছোট্ট এক মেয়েশিশু। পরনে আকাশি রঙের জামা। ভারসাম্য ঠিক রাখতে স্লিপারের দুপাশ থেকে সন্তানের দুই হাত ধরে রেখেছিলেন মা ও বাবা। শিশুটির নাম আরশী খন্দকার। বৃহস্পতিবার আরশীর জন্মদিন। তিন বছর পূর্ণ হয়েছে তার। জন্মদিনে ঘুম ভাঙতেই আড়মোড়া ভেঙে বিছানায় শুয়ে শুয়ে বলেছ…