প্রতিনিধি মৌলভীবাজার খুচরা বিক্রির জন্য টুকরিতে বিভিন্ন আকারের লেবু সাজিয়ে রাখা হয়েছে। শুক্রবার বিকেলে মৌলভীবাজার শহরের টিসি মার্কেটে | ছবি: পদ্মা ট্রিবিউন মৌলভীবাজারের বাজারে নতুন কিছু লেবু আসতে শুরু করেছে। এতে লেবুর দাম কিছুটা কমার দিকে। তবে যে দাম আছে, তা এখনো অনেকের নাগালের বাইরে। বড় আকারের পরিপক্ব, রসালো লেবুর জোগান একেবারেই কম। জোগান না থাকায় পরিপক্ব লেবুর দাম রোজার আগে থেকে যা ছিল, এখনো একই রকম আছে। যে লেবু এখন বাজারের চাহিদা পূরণ করছে, তার অনেকটাই অপরিপক্ব, পুরোপুরি রস হয়নি। বাজারে নতুন লেবু ওঠায় মা…
প্রতিনিধি মৌলভীবাজার সড়কের পাশে ভ্রাম্যমাণ দোকানে লেবু দেখছেন এক ক্রেতা। বিক্রেতাদের দাবি, দাম শুনেই কেনার আগ্রহ হারাচ্ছেন ক্রেতারা। গতকাল রাতে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজারে | ছবি: পদ্মা ট্রিবিউন প্রায় ৩০ বছর ধরে লেবু কেনাবেচার সঙ্গে জড়িত মতিন মিয়া (৫৪)। বর্তমানে খুচরা পর্যায়ে লেবু বিক্রি করেন। কিন্তু এখন এক হালি (চারটা) লেবুর যে দাম চাইছেন, তাতে নিজের কাছেই বিস্ময় লাগছে। লেবুবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমার মতো গরিবে অখন লেবু খাইত পারত নায়। আমি বেচি, নিজে খাইতাম পারি না।’ গতকাল রোববার …