প্রতিনিধি কুমিল্লা কুমিল্লার লালমাইয়ের আলোকদিয়া মধ্যমপাড়ার ধর্মদূত বৌদ্ধবিহারে চুরির ঘটনা ঘটেছে | ছবি: পদ্মা ট্রিবিউন কুমিল্লার লালমাই উপজেলায় প্রাচীন একটি বৌদ্ধবিহারে চুরির ঘটনা ঘটেছে। বৌদ্ধবিহার কর্তৃপক্ষের দাবি, চোরেরা গেটের তালা ভেঙে ১০ ইঞ্চি উচ্চতার শতবর্ষী অষ্টধাতুর একটি মূর্তি, পাঁচটি তামার মূর্তি এবং আইপিএসের দুটি ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। অষ্টধাতুর মূর্তিটি বেশ মূল্যবান। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের আলোকদিয়া মধ্যমপাড়ার ধর্মদূত বৌদ্ধবিহারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বুধব…