লক্ষ্মীপূজার আয়োজন করছেন এক নারী | ছবি: পদ্মা ট্রিবিউন নিজস্ব প্রতিবেদক: রোববার সারা দেশে হিন্দুধর্মাবলম্বীদের ঘরে ঘরে আয়োজন করা হচ্ছে লক্ষ্মীপূজার। সামর্থ্য অনুযায়ী শাড়ি, ধুতি, গামছা, তুলসী, ধান, চিরুনি, পান-সুপারি, নাড়ু, লুচি, পায়েস, নানা রকম ফল, ঘিয়ের প্রদীপ, শঙ্খধ্বনিতে এ পূজা উদ্যাপন করা হচ্ছে। কেউ ছোট-বড় প্রতিমা বানিয়ে আবার কেউ সরাতে আঁকা ছবিতে এ পূজা করেন। এই পূজা ঘরে হয় বলে ঠাকুর কর্তা বা পুরোহিত পেতে সমস্যা হয়। পুরোহিতদের তুলনায় যজমানদের (যাঁদের বাড়িতে পূজা হয়) সংখ্যা বেশি থাকে। ব্রাহ্মণদের মধ্যে অনেকেই অন্য পেশায় চলে যাচ্ছেন। …