ব্রাজিলকে প্রথম গোলটি এনে দেন করিন্থিয়ান্স মিডফিল্ডার গিয়ের্মে বিরো | ছবি: এএফপি খেলা ডেস্ক: দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপ নিয়ে তেমন হইচই নেই। কঁচি–কাঁচাদের টুর্নামেন্ট বলে সম্ভবত সেভাবে নজর কাড়ে না। কিন্তু হাভিয়ের মাচেরানো থেকে হালের দারউইন নুনিয়েজ, রদ্রিগো, হুলিয়ান আলভারেজরা এই টুর্নামেন্ট দিয়েই ওপরে ওঠার সিড়িতে পা রেখেছেন। চাইলে এডিনসন কাভানি কিংবা লিওনেল মেসির নামটাও জুড়ে দেওয়া যায়। ২০০৫ সালে মেসি, জাবালেতা, লাভেজ্জিরা এ টুর্নামেন্ট দিয়ে আর্জেন্টাইন ফুটবলে নিজেদের উপস্থিতি জানান দেন। ২০০৭ সালে নজর কাড়েন উরুগুয়ের জার্সিতে নাম…