নিনোদন প্রতিবেদক রুনা খান | ছবি: সংগৃহীত নববর্ষের কবিতায় কিবা বলা যায় আর যা হয়নি বলা শত সহস্রবার নতুন বছর আসে, পুরানো বছর পিছু হটে জানি মোরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি জানি বটে... সেই ১৯১০ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ কবিতায় এই কথাগুলো বলে গেছেন মার্কিন কবি এলা হুইলার উইলকক্স। যে কবিতার ভাবানুবাদ এমন, প্রত্যেকে কিছু স্বপ্ন নিয়ে নতুন বছর শুরু করে। থাকে কিছু কর্ম পরিকল্পনা। আবার ফেলে যাওয়া বছরে, জীবনে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা নতুন বছরে কাজে লাগাতেও চায় সবাই। সে কারণেই, পুরনো হিসাব-নিকাশ সঙ্গে নিয়ে নতুন পরিকল্পনায় সা…
রুনা খান | শিল্পীর সৌজন্যে বিনোদন প্রতিবেদক: তিনি সিসিমপুরের রুনা খান। বিটিভিতে প্রচারিত ছোটদের অনুষ্ঠানটি তাঁকে নিয়ে গেছে খ্যাতির চূড়ায়। এরপর বহু নাটকে দেখা গেছে জনপ্রিয় এই অভিনেত্রীকে। সন্তান জন্মের পর ওজন বেড়ে যায় তাঁর। শুরু হয় রুনা খানের নতুন সংগ্রাম। ওজন কমানোর মিশনে নামেন জনপ্রিয় অভিনেত্রী। নিজেকে পছন্দনীয় করে তুলতে বহু কাঠখড়ও পোড়াতে হয়। বহু বছর পর অবশেষে সফল হলেন রুনা। গেল বছর ৩৯ কেজি ওজন কমিয়ে সবাইকে চমকে দেন তিনি। তবে ওজন কমানোর পর থেকে অভিনেত্রীকে নিয়ে শুরু হয় তুমুল আলোচনা–সমালোচনাও। ওজন কমানোর পর বিভিন্ন ফটোশুট করতে শুরু করেন…