বিনোদন ডেস্ক রান্নাবিষয়ক এই রিয়েলিটি শো প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে | ছবি: মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে মাছরাঙা টেলিভিশনে আজ শুরু হচ্ছে ‘সেরা রাঁধুনী’। রান্নাবিষয়ক এই রিয়েলিটি শো প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে। সারা দেশ থেকে রান্নার প্রতিভা খুঁজে আনতে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কয়ার গ্রুপের মসলার ব্র্যান্ড ‘রাঁধুনী’। ‘সেরা রাঁধুনী’ বাছাইয়ের জন্য বাংলাদেশের সব বিভাগ মিলে মোট ১১টি অডিশন হয়। এরপর ঢাকায় গ্র্যান্ড অডিশন করে স্টুডিও রাউন্ডের জন্য প্রত…