রামপুরা থানা | ছবি: পদ্মা ট্রিবিউন কবির হোসেন: ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সৃষ্ট সহিংসতা থেকে রেহাই পায়নি ডিএমপির রামপুরা থানা। গত ১৯ জুলাই বিকালে একটি পুলিশ ফাঁড়িসহ রামপুরা থানায় হামলা এবং থানার সামনে রাখা গাড়িতে অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ জনতা। ওই ঘটনায় পুলিশ শূন্য হয়ে পড়ে থানা। অন্তর্বতীকালীন সরকার গঠনের পর থানার কার্যক্রম শুরু হয়েছে। নানা ধরনের সীমাবদ্ধতার মাঝে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রামপুরা থানা পুলিশ। ডিএমপির বেশিরভাগ থানার বহুতল ভবন থাকলেও রামপুরা থানাটি সীমিত জায়গায় আধাপাকা টিনশেট ভবনে অবস্থিত। সরেজমিনে ঘুরে দেখা গেছে, থানার সামনে পর্য…