পদ্মা ট্রিবিউন ডেস্ক ডেভিড বেকার, ডেমিস হাসাবিস ও জন জাম্পার | ছবি: সংগৃহীত প্রোটিনের জটিল গঠন রহস্য উন্মোচনে অসাধারণ গবেষণার জন্য তিন বিজ্ঞানী পাচ্ছেন এ বছরের রসায়নের নোবেল পুরস্কার। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস মঙ্গলবার পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ডেভিড বেকার এবং ব্রিটিশ গবেষক ডেমিস হাসাবিস ও জন জাম্পারের নাম ঘোষণা করে। এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনারের পুরস্কার থেকে বেকার পাবেন অর্ধেক। আর বাকি অর্ধেক সমানভাবে ভাগ করে নেবেন হাসাবিস ও জাম্পার। গত বছর ন্যানো টেকনোলজির গবেষণায় কোয়ান্টা…