অনুষ্ঠান শুরু হয় সম্মেলক গানের সুরে | ছবি: পদ্মা ট্রিবিউন নিজস্ব প্রতিবেদক: রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার ছায়ানটে ‘তোমার খোলা হাওয়া’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, হিংসায় উন্মত্ত এই পৃথিবী ও জীবনের জটিলতা থেকে মুক্তি পেতে রবীন্দ্রনাথের গান আমাদের পাথেয়। তাঁর গানের বাণীর মাঝে নিজেকে জানার ও উপলব্ধির সুযোগ মেলে। এ কারণেই বাঙালি তথা সারা বিশ্বের মানুষের জন্যই রবীন্দ্রসংগীত এক অমূল্য সম্পদ। সম্প্রতি …
‘প্রথম যুগের উদয় দিগঙ্গনে’ নৃত্যগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে | ছবি: ছায়ানটের সৌজন্যে নিজস্ব প্রতিবেদক: রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক চর্চাকেন্দ্র ছায়ানটের দুই দিনের রবীন্দ্র–উৎসব শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে শুরু হয় প্রথম দিনের আয়োজন। ‘প্রথম যুগের উদয় দিগঙ্গনে’ নৃত্যগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ছায়ানটের বড়দের দলের শিল্পীদের এই পরিবেশনার পরই নেপথ্য থেকে ভেসে আসে কথন ‘রবীন্দ্রনাথ আমাদের আনন্দধারা, আমাদের সংকটের ভরসা, রবীন্দ্রন…