মৌসুমী হামিদ ছবি: সাইয়িদ রানা | ছবি: পদ্মা ট্রিবিউন মনজুরুল আলম : ‘পাহাড়ের ওপরে বসে আছি চুপচাপ। দীর্ঘদিন পর প্রকৃতির মধ্যে শান্তিমতো নিশ্বাস নিচ্ছিলাম। হঠাৎ দেখি, পা বেয়ে রক্ত ঝরছে। মনে হলো, বিষধর সাপের কামড় হতে পারে। ভয়ানক পরিস্থিতি তৈরি হয়। আমাকে নিয়ে আতঙ্কিত সবাই। আমিও ধরে নিলাম, ঘণ্টাখানেকের মধ্যে মারা যাব।’ বলছিলেন মৌসুমী হামিদ। ১৫ আগস্ট থেকে বান্দরবানে শুটিং করছিলেন মৌসুমী হামিদ। মাসখানেক কোনো শুটিং না করায় অপেক্ষায় ছিলেন ফেরার। তাই প্রস্তাব পেতেই রাজি হয়ে যান। বিরতি আগেও নিয়েছিলেন মৌসুমী। তাই প্রশ্ন ছিল, এবারের ফেরায় কেন জোর দি…