চলতি বছর আলুর বাম্পার ফলন হয়েছে। প্রতি মণ আলু পাইকারিতে ১,৩০০ টাকায় বিক্রি করছেন কৃষক জয়নাল আবেদীন মুনসি। হিমাগারে সংরক্ষণের জন্য কৃষক জয়নালের খেতের আলু বস্তাবন্দী করছেন কয়েকজন নারী শ্রমিক। কুমিল্লার দাউদকান্দিতে | ছবি: পদ্মা ট্রিবিউন নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আলুর দাম বাড়ছে। এই দাম বাড়ছে এমন সময়ে, যখন অনেক কৃষক মাঠ থেকে আলু তোলা শেষ করতে পারেননি। মৌসুমের এই সময়ে যেখানে আলুর দাম কমার কথা, সেখানে দাম উল্টো বাড়ছে। অতিরিক্ত উৎপাদন খরচ ও বৈরী আবহাওয়ার কারণে আলুর উৎপাদন কম হওয়া—মূলত এই দুই কারণকে আলুর চড়া বাজারের জন্য দায়ী করা হচ্ছে। দাম বাড়…