রাজশাহীতে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব মৌমাছি দিবস। সোমবার বিকেলে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি রাজশাহী: অতিথিদের উপহার হিসেবে একটি করে লকেট দেওয়া হলো, যার মাঝখানে একটি মরা মৌমাছি মমি করে রাখা হয়েছে। এ ছাড়া পাঁচটি মৌমাছির ছবি বাঁধাই করে উপহার হিসেবে দেওয়া হয়। গবেষকেরা বলেন, মৌমাছি ছাড়া মানুষ চার বছরের বেশি বাঁচতে পারবে না। তাই এবার বিশ্ব মৌমাছি দিবসের প্রতিপাদ্য করা হয়েছে—‘বি অ্যানগেজড ইউথ ইয়ুথ’। রাজশাহীতে মৌয়াল, চাষি, বণিক, গবেষক ও ভোক্তার জাতীয় জোট সোমবার দিবসটি পালনের আয়োজন করে। রাজশাহী নগরের অলকার মোড়ে এ…