বিনোদন প্রতিবেদক মোশাররফ করিম | ছবি: পদ্মা ট্রিবিউন সিনেমার জন্য প্রথমবার গান গাইলেন মোশাররফ করিম। গানটির শিরোনাম ‘ভালো ভালো লাগে না’। গান গাওয়ার পাশাপাশি গানের কথা ও সুর এই অভিনেতার। গত বছর গানটির রেকর্ডিং করা হয়। গানের সংগীতায়োজন করেছেন আশরাফ বাবু। ‘বিলডাকিনি’ সিনেমার প্রচারনায় গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। গানটি নিয়ে জানতে চাইলে মোশাররফ করিম বলেন, ‘সিনেমায় আমার চরিত্রটিই এমন, যে গানের সঙ্গেই বেড়ে উঠেছে। তার বড় হওয়া বাউল পরিবারে। যে কারণে আমার মানিক মাঝি চরিত্রের সঙ্গে গান মিশে থাকে। পরে পরিচালক ফজলুল ক…
‘হুব্বা’য় সহশিল্পীর সঙ্গে মোশাররফ করিম | ভিডিও থেকে নেওয়া বিনোদন ডেস্ক: গত মাসে মাত্র ১১ সেকেন্ডের এই মোশন পোস্টারে মোশাররফের লুক নিয়ে শোরগোল পড়ে যায় নেট–দুনিয়ায়। এবার আলোচনা শুরু হয়েছে ৪০ সেকেন্ডের টিজার নিয়ে। গতকাল মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত পশ্চিমবঙ্গের সিনেমা ‘হুব্বা’র টিজার, যেখানে গ্যাংস্টার চরিত্রে চমকে দিয়েছেন বাংলাদেশি অভিনেতা। ‘কুত্তা যদি ঘেউ ঘেউ না করে তাহলে কিসের কুত্তা, কী বলিস?’, মোশাররফ করিমের কণ্ঠে এমন সংলাপ দিয়ে শুরু হয় টিজার। এরপর দেখানো নৃশংসতা, কমেডি আর হুব্বাকে ধরতে পুলিশের তৎপরতা। টিজারটি দেখে ইতিবাচক প্রতিক্রি…