রাজধানীর মালিবাগ মোড়সংলগ্ন উড়ালসেতুর নিচে গণশৌচাগার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস | ছবি: পদ্মা ট্রিবিউন নিজস্ব প্রতিবেদক: ২০১৯ সালের তুলনায় ২০২৩ সালে ঢাকা শহরে ডেঙ্গু রোগী ৪২ হাজার কম ছিল বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার সকালে মালিবাগ মোড়সংলগ্ন উড়ালসেতুর নিচে একটি গণশৌচাগার উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান তিনি। এ সময় ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘২০১৯ সালে ঢাকা শহরে ১ লাখ ৫৫ হাজার ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। গত বছর পূর্বাভাস দেওয়া হয়েছ…