শাহাদাত জামান হাসলে শরীর ও মন দুটিই ভালো থাকে। মডেল: মুন্নি আকতার মিমি | ছবি: পদ্মা ট্রিবিউন হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই? এই শোনো না কত হাসির খবর বলে যাই। ছোটবেলায় পড়া রোকনুজ্জামান খান দাদাভাইয়ের লেখা ‘হাসি’ কবিতাটির এই চার লাইন এখনো হয়তো অনেকের মনে পড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কবিতার অন্য লাইনগুলোর মতো আমাদের হাসিও বিম্মৃতির গহ্বরে হারিয়ে গেছে। আমাদের প্রথম কথা শেখার আগেই আমরা হাসতে শিখেছি, তারপর আমরা কারণে-অকারণে হেসেছি। এরপর যত বয়স বেড়েছে, আমাদের হাসির মাত্রা কমেছেই শুধু। মনোবিদ অ্যানি বাড়ৈ বলেন, এ…