রয়টার্স ও বিবিসি পোপ ফ্রান্সিসের মরদেহের কফিন রাখা হয়েছে সেন্ট পিটার্স চত্বরে। ভ্যাটিকান সিটি, ২৬ এপ্রিল ২০২৫ | ছবি: রয়টার্স জীবদ্দশায় ভ্যাটিক্যান সিটির প্রথার বাইরে অনেক কাজ করেছেন পোপ ফ্রান্সিস। নিজের সমাধির বিষয়েও প্রথাবিরোধী রয়ে গেলেন আলোচিত এই পোপ। তাঁর ইচ্ছা অনুযায়ী, ১০০ বছরের বেশি সময় পর ভ্যাটিকানের বাইরে কোনো পোপকে সমাহিত করা হলো। গতকাল শনিবার ইতালির রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় শেষশয্যা হলো তাঁর। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরাসহ প্রায় …
বিবিসি পোপ ফ্রান্সিস | ফাইল ছবি পোপ ফ্রান্সিস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের গুরুতর জটিলতায় ভুগছিলেন তিনি। এর আগে ইতালির রোমে একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা চলেছে তাঁর। ভ্যাটিকান জানিয়েছে, আজ সোমবার ভ্যাটিকানে কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে মারা যান তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিসকে এ বছরের ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে বেশ কয়েকবার তাঁর শারীরিক অবস্থা বেশ গুরুতর পর্যায়ে চলে যায়। ভ্যাটিকান জানায়, শ্বাসপ্রশ্বাস-সংক্রান্ত জটিলতার কারণে পোপ ফ্রান্সিসক…