প্রতিনিধি বান্দরবান বান্দরবানের শঙ্খ নদে ফুল ভাসাতে ভিড় করেছেন চাকমা ও তঞ্চঙ্গ্যা তরুণীরা। গতকাল সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন ক্ষণে ক্ষণে ডেকে চলছে বিজু পেক্কো (বিজু পাখি)। বন-পাহাড়ে ফুটেছে বিজু ফুল। পাখির কলতান আর রঙিন ফুলের সৌরভ—এতেই উৎসবের আনন্দধ্বনি ছড়িয়ে পড়েছে পাহাড়ে পাহাড়ে। এই জনপদে এখন চলছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর বর্ষবরণ উদ্যাপন। ধর্মীয় রীতি ও প্রথা পালনের পাশাপাশি আনন্দ-উদ্যাপনেও আয়োজনের কোনো কমতি নেই। ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর এই উৎসব এখন ‘বৈসাবি’ নামে পরিচিতি পেয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে পাহাড়ে…
বান্দরবানে চাকমাদের সামাজিক-সাংস্কৃতিক বিজু উৎসব বুধবার ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে। শহরের মারমা বাজারঘাট থেকে আজ ভোরে তোলা | ছবি: সংগৃহীত প্রতিনিধি বান্দরবান: বান্দরবানে বুধবার পাহাড়িদের ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব শুরু হয়েছে। প্রথম দিনে চাকমা-তঞ্চঙ্গ্যাদের ফুল বিজু, পুরোনো বছরের বিদায় দিয়ে নতুন বছরের মঙ্গল কামনায় ফুল ভাসানো ও বুনো ফুলে ঘর সাজানো হয়েছিল। উৎসবের দ্বিতীয় দিনে আগামীকাল বৃহস্পতিবার মারমাসহ পাঁচটি জনগোষ্ঠীর সাংগ্রাই শুরু হচ্ছে। উৎসব উপলক্ষে জেলা শহরে ১১টি পাহাড়ি জনগোষ্ঠীর অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ভোরে জেলা শ…