বুড়িগঙ্গা নদীর সীমানাখুঁটির ভেতরেই প্রভাবশালী বিভিন্ন ব্যক্তির নামে গড়ে উঠেছে ২৭টি ডকইয়ার্ড বা নৌযান তৈরি ও মেরামত কারখানা। এসব উচ্ছেদের ব্যবস্থা নিচ্ছে না বিআইডব্লিউটিএ। সম্প্রতি কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় বুড়িগঙ্গা নদীতে | ছবি: পদ্মা ট্রিবিউন আহমদুল হাসান: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পার গেন্ডারিয়ার আপিস মাঠ এলাকায় একটি খাল বুড়িগঙ্গা নদীর সঙ্গে মিশেছে। স্থানীয়ভাবে এটি শুভাঢ্যা খাল নামে পরিচিত। এই খাল ও নদীর মধ্যবর্তী তীরের চর কালীগঞ্জের তেলঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে গড়ে উঠেছে ২৭টি ডকইয়ার্ড বা নৌযান তৈরি ও মেরামত কারখানা।…