অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের উপহারের বাড়ি বীর নিবাসের সামনে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি ও তাঁর স্ত্রী আফরোজা বেগম। সম্প্রতি ঈশ্বরদী শহরের পিয়ারাখালী জামতলা এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি ঈশ্বরদী: তিন বছর ধরে হার্টের সমস্যা ও পক্ষাঘাতগ্রস্থ হয়ে শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলী বিশ্বাস। শরীর নিয়ে উঠে বসতে পারেন, তবে একেবারেই চলাচল করতে পারেন না। বাড়িতে আগন্তুক আসার খবরে উঠে বসেন। মুখে মৃদু হাসি নিয়ে বলেন, ‘স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ টিনের ঘরে কোনো রকম দিন কাটাইছি। একটা ঘরের ভেতরেই অসুস্থ শরীর নিয়া পড়ে…
বেড়া উপজেলার কাজীরহাটে বরাদ্দ পাওয়া সমাজসেবা কর্মকর্তার ভাই শফিউদ্দিন ফকিরের বাড়ী | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি বেড়া: পাবনার বেড়া উপজেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্প ‘বীর নিবাস’-এ বাড়ি বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে নিজ পরিবারের নামে সেখানে বাড়ি নিয়েছেন বরাদ্দ কমিটির সদস্য সচিব বেড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম। তাকে এ কাজে সহযোগিতার অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধেও। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুজিব…