প্রতিনিধি পাবনা পাবনায় বিয়ের অনুষ্ঠানে রাশিয়ান তরুণী ভিক্টোরিয়া | ছবি: পদ্মা ট্রিবিউন ভিক্টোরিয়া ডেগতারেভা (৩৫) জন্মসূত্রে রাশিয়ান। পেশায় রূপবিশারদ (বিউটিশিয়ান)। কর্মক্ষেত্র আমেরিকা। শখ বিভিন্ন দেশের খাবারের স্বাদ গ্রহণ ও ঐতিহ্য দেখে বেড়ানো। সুযোগ পেলেই তিনি চলে যান বিভিন্ন দেশে। রুশ এই তরুণী শুধু বাঙালি বিয়ের অনুষ্ঠান দেখতে এবার এসেছেন পাবনায়। শনিবার দুপুরে জেলা শহরের একটি রিসোর্টে বিয়ের অনুষ্ঠানে অতিথিদের নজর কাড়েন ভিক্টোরিয়া। রীতিমতো শাড়ি পরে হইহুল্লোড় করছিলেন তিনি। এর আগে বর–কনের গায়েহলুদ, বিয়েবাড়…