শনিবার সকালে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবরর্দ্ধন গ্রাম থেকে তোলা ছবি | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি লালমনিরহাট: উজানের পানির চাপ ও টানা দুই দিনের বৃষ্টির কারণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপজ্জনকভাবে বাড়তে শুরু করেছে। এর ফলে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে, জনজীবন বিপর্যস্ত। শনিবার সকাল ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ মিটার, যা বিপৎসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচে রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া শাখার উপ-প্রকৌশলী মোহাম্মদ রাশেদীন। তিনি জানান, টানা বর্ষণের কারণে নদীর পানি…