সাদিয়া মাহ্জাবীন ইমাম ঢাকা নিজের কণ্ঠে ছন্দ তুলে ৪৫ বছর ধরে বায়োস্কোপ দেখান জলিল মণ্ডল। ২৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে জয়নুল উৎসবে | ছবি: পদ্মা ট্রিবিউন ‘সুন্দরবনের বাঘ-ভালুক সামনে আছে, ডানে-বামে নজর করো, আরে নবাবেরই বাড়ি আছে, হাজার দুয়ারি ঘর আছে, দেখতে যত বাহার আছে, এক শ তলা বাড়ি আছে, এইবারেতে দেখেন ভালো, আরও কিছু রইয়া গেল...।’ জলিল মণ্ডলের অনেক কিছু রয়ে গেল সময়ের খাতায়। একসময়ের ভ্রাম্যমাণ বিনোদনের বাক্স বায়োস্কোপের দিন শেষ হয়েছে অনেক আগেই। আকাশ সংস্কৃতি আর প্রযুক্তিগত উৎকর্ষের কাছে প…