প্রয়োজনের তাগিদে রিকশাচালক হয়ে উঠেছেন ফটোগ্রাফার। তিনি হয়তো ফ্রেম, আলো বোঝেন না। তবে, এখানে তিনিই হয়ে উঠেছেন অনন্য এক আলোকচিত্রী | ছবি: পদ্মা ট্রিবিউন বিশেষ প্রতিনিধি: এই ছবিটার ভেতর কিংবা বাইরের গল্প কোনোটাই আমরা জানি না। অনুমান করতে পারি। ছবিটা দেখে মনে হচ্ছে- দুজন নারী বসন্তকে বরণ করতে শাড়ি পরে বেরিয়েছেন। হয়তো এই ছবিটা তোলার আগে বা পরে তাদের সঙ্গে তাদের বন্ধুরা থাকতে পারেন। অথবা না-ও পারেন। সমস্ত সম্ভাবনা রেখে এই ছবিটার বাইরের গল্পটা দাঁড় করাতে চাইলে হতে পারে- দুই বান্ধবী মনে করেছেন, বসন্তকে বরণ করতে হবে। তারা বসন্তের রঙ হলুদ শাড়ি পরে বের…