পুড়ে যাওয়া বন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। গত শনিবার সন্ধ্যায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আমোরবুনিয়ার লতিফের ছিলা এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি বাগেরহাট: ‘জঙ্গল আমাগো মায়ের মতোন, আমাগো বাঁচায়। জঙ্গল না থাকলি হবে? এক ঝড়েই তো সব উড়ায় নিয়া যাবে।’ সুন্দরবন নিয়ে এভাবেই ভালোবাসার কথা বলছিলেন বন–সংলগ্ন মধ্য আমোরবুনিয়া গ্রামের বাসিন্দা বাশার হাওলাদার (৭১)। ঝড়ঝঞ্ঝায় শুধু রক্ষাকবচ নয়; সুন্দরবন তাঁদের জীবন-জীবিকার অংশ। সম্প্রতি সেই বনে আগুন লেগে সাড়ে পাঁচ একর বনভূমি পুড়ে গেছে। গাছগাছালির পোড়া ছাইয়ে সবুজ বনের বুকে এখন দগদগে ক্ষত। সুন্দর…