বাতিঘরের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন সাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বাতিঘরে | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি রাজশাহী: অনুষ্ঠান শেষে ঘোষণা এল, ‘যে ছেলেটা এতক্ষণ শুধু গিটার বাজালেন, তাঁর নাম রিপন কুমার। শেষ পরিবেশনা হিসেবে তাঁর কণ্ঠে এবার আমরা একটা বর্ষার গান শুনব।’ রিপন শুরু করলেন, ‘আষাঢ় মাইসা ভাসা পানি রে...’। গানটি শেষ হলো, কিন্তু অনুষ্ঠান শেষ হলো না। তিন ঘণ্টা আগে শুরু হওয়া অনুষ্ঠান চলল আরও প্রায় দুই ঘণ্টা। কারণ, গান শেষের আগেই বাইরে ঝুম বৃষ্টি নামে। মনে হলো তখনই শুরু হল…