জিরুর রেকর্ড গড়া গোলে সহায়তা করে তাঁর কোলে চড়লেন এমবাপ্পে। পরে জোড়া গোল করেছেন এমবাপ্পে নিজেও | ছবি: রয়টার্স খেলা ডেস্ক: প্রথমে গোল করালেন, পরে নিজেই করলেন জোড়া গোল। দুটি গোলই ফ্রেমে বাঁধাই করে রাখার মতো। অবশ্য এসব আর নতুন কি! ২০১৮ রাশিয়া বিশ্বকাপে যে গল্পটা কিলিয়ান এমবাপ্পে শুরু করেছিলেন, তা ধরে রেখেছেন কাতারেও। ফ্রান্সের জয় মানেই যেন এমবাপ্পের পায়ের জাদু। পোল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোতেও এর কোনো ব্যতিক্রম হয়নি। এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সেই পোলিশদের ৩-১ গোলে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স উঠল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। পিএসজি তারক…
পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ লেভানডফস্কি | ছবি: রয়টার্স খেলা ডেস্ক: সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হেরে যাওয়ার প্রভাব পড়েছে মেক্সিকো-পোল্যান্ড ম্যাচেও। আর্জেন্টিনা হেরে গেছে বলেই কি না মেক্সিকো আর পোল্যান্ড দলের দুই কোচ তাঁদের কৌশলে পরিবর্তন এনেছেন! সেটা দুই দলের মাঠের খেলায়ই ধরা পড়েছে। মেক্সিকোর কোচ টাটা মার্টিনো আর পোল্যান্ডের সেসওয়াফ মিখমিয়েভিৎস দলকে যেন একটু রক্ষণাত্মক ফুটবলই খেলানোর চেষ্টা করেছেন। ভাবখানা ছিল এ রকম যে এ ম্যাচে না হারা যাবেই না! ম্যাচের ফলেও এটা স্পষ্ট, ৯০ মিনিটের খেলায় লক্ষ্যভেদ করতে পারেনি কোনো দল, গোল শূন্য ড্র হয়েছে…