বগুড়া জেলার শেরপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয় | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি শেরপুর: বগুড়ার শেরপুরে মূল কাগজপত্র ছাড়াই বিক্রয় দলিল রেজিস্ট্রি করা হয়েছে ব্যাংকে বন্ধক রাখা জমির। ক্রেতার নামে নামজারিও সম্পন্ন হয়েছে। তবে, বিক্রেতার দাবি তিনি জমি বিক্রি করেননি। ক্রেতা, দলিল লেখক ও সাবরেজিস্ট্রি অফিস তাঁর সঙ্গে জালিয়াতি করেছে। এই থানায় অভিযোগ করেছেন পুলক চন্দ্র দত্ত (৮৪) নামের এক ব্যক্তি। অনুসন্ধানে জানা যায়, শেরপুর পৌর শহরের পুলক চন্দ্র দত্ত (৮৪) দত্তপাড়ায় তাঁর বাড়িতে বসবাস করেন। ছেলে দিবাকর দত্তের আর্থিক সমস্যার কারণে বাড়িটি পূবালী ব্যাংক শের…