নিজস্ব প্রতিবেদক সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে | ছবি: পদ্মা ট্রিবিউন পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, একটা জিনিস সব সময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনাসদস্য করেনি।সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংঘটিত। ২০০৯ সালে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে মঙ্গলবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের হেলমেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, ‘একট…
বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শনিবার রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন তাঁদের স্বজনেরা | ছবি: পদ্মা ট্রিবিউন নিজস্ব প্রতিবেদক: হত্যার ১৪ বছর হয়ে গেল। ছেলে হত্যার বিচার তো পেলামই না। এত দিন পর এসেও জানতে পারলাম না কারা, কেন আমার ছেলেকে হত্যা করলেন। ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ১৪ বছর পূর্তিতে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি আরও অনেকের মতো শ্রদ্ধা জানাতে আসেন মেজর মোহাম্মদ মাকসুম উল হাকিমের মা রওশনারা বেগম। এ সময় তাঁর এই ছেলেকে হত্যার বিচার না পেয়ে এভাবে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রওশনারা …
বনানীর সামরিক কবরস্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নিজস্ব প্রতিবেদক: পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নৃশংস হত্যাকাণ্ডের বিচার হয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘এ রায় যথার্থভাবে কার্যকর করা হবে। আপনারা বিচারের জন্য যেভাবে ধৈর্য ধারণ করে আসছেন, এভাবে ধৈর্য ধারণ করবেন। আপনারা এ ঘটনার বিচার দেখতে পারবেন।’ আজ শুক্রবার সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ থেকে ১৩ বছর আগে ২০০৯…