পৌর সুপার মার্কেটের সামনে চিতই পিঠার দোকান নিয়মিত বসে। বাজারে আসা বিভিন্ন মানুষ সন্ধ্যায় এ দোকানে পিঠা খেতে ভিড় জমান। অনেকে কেনাকাটা শেষে বাসায়ও নিয়ে যান | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি ঈশ্বরদী: ভোজনপ্রিয় বঙালির খাবার তালিকায় পিঠা-পুলির স্থান শীর্ষেই বলা চলে। শীত এলে তো কথাই নেই। বাসাবাড়ির পাশাপাশি বাজারে বসে পিঠা বিক্রির ধুম। প্রতিবারের মতো এবারও শীতের আমেজ প্রকৃতিতে পড়ার সঙ্গে সঙ্গে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে বসছে পিঠার আসর। ‘এই সব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে /বাইরে হয়তো শিশির ঝরছে, কিংবা পাতা / কিংবা প্যাঁচার গান / সেও শিশিরে…