নুসরাত জাহান চট্টগ্রাম বড়দিন উপলক্ষে ক্রিসমাস ট্রি সাজানোয় ব্যস্ত এক শিশু। চট্টগ্রাম নগরের পাথরঘাটায় রোববার বিকেলে | ছবি: পদ্মা ট্রিবিউন জিঙ্গেল বেল, জিঙ্গেল বেল, জিঙ্গেল অল দ্য ওয়েল—ঘণ্টা বাজাতে বাজাতেই আসবেন শ্বেতশুভ্র বৃদ্ধ, সান্তা ক্লজ। সামনেই বড়দিন। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব—যিশুখ্রিষ্টের জন্মদিন। সান্তা ক্লজের অপেক্ষায় চট্টগ্রামের পাথরঘাটার বাড়িতে বাড়িতে চলছে আয়োজন। পাথরঘাটার মারিয়া ম্যানসনে ঢুকতেই পাওয়া গেল উৎসবের আমেজ। চারদিকে বর্ণিল আলোকছটা। নিচতলার সিঁড়ির সামনেই খড় দিয়ে বানান…