পাট | ফাইল ছবি রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজার পাট বেচাকেনার জন্য সুপরিচিত। গত বছর মৌসুমের শুরুতে পাটের দর উঠেছিল প্রতি মণ ৩ হাজার ২০০ টাকা। এবার মৌসুমের শুরুতে সর্বোচ্চ দর ছিল ২ হাজার ৭০০ টাকা। বর্তমানে দাম আরও কমে গেছে। ব্যবসায়ীরা বলছেন, গত বছর বাংলাদেশের পাটের প্রধান আমদানিকারক দেশ ছিল ভারত। দেশটি থেকে এবার পাটের সুতা ও কাঁচা পাট—দুটিরই চাহিদা কমেছে। আর দেশে পাটের চট ও বস্তার ব্যবহার কমছে। পাটের জায়গা দখলে নিচ্ছে প্লাস্টিক পণ্য। এসব কারণে পাটের দর গত বছরের চেয়ে কমেছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভ…
হাটে পাটের কাঙ্ক্ষিত দাম না পেয়ে দুশ্চিন্তায় চাষিরা। সম্প্রতি পাবনার সাঁথিয়া উপজেলার করমজা চত্বরহাটে | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি বেড়া: পাট চাষে গত বছরের তুলনায় এবার খরচ বেড়েছে কৃষকের। মজুরির ব্যয়ও বেড়েছে। সঙ্গে সার, কীটনাশক, বীজসহ চাষাবাদের খরচও বাড়তি। সব মিলিয়ে প্রতি মণ পাটের উৎপাদন খরচ বেড়েছে গড়ে ৫০০ টাকা। কিন্তু বাজারে পাটের দাম পড়তির দিকে। পাবনার বেড়া ও সাঁথিয়ায় এক সপ্তাহের ব্যবধানে পাটের দাম প্রতি মণে গড়ে ৬০০ টাকা কমেছে। এতে লোকসানে পড়েছেন চাষিরা। কৃষকেরা বলছেন, গত বছর প্রতি মণ পাট ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাসখানেক…