অধিকাংশ কর্মকর্তাদের রুম তালাবদ্ধ। বুধবার সকালে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি বেড়া: পাবনার বেড়া পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত ৩৭ কর্মকর্তা-কর্মচারীর একযোগে বদলি চেয়ে করা আবেদন ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে। এত কর্মচারীর এ রহস্যজনক আবেদন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে আবেদন প্রত্যাহার করতে অফিস ফাঁকা রেখে নির্বাহী প্রকৌশলীসহ ৯ কর্মকর্তা দুদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। এতে বেড়া পাউবোর সার্বিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বেড়া পাউবো সূত্র জানায়, বিভিন্ন প্রকার কাজ বুঝিয়ে দেওয়া-নেওয়া, সম্পন্ন করা এবং লেনদেন নিয়ে কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্…
পাউবো পাবনার কর্মকর্তা মাসুদ রানা (বায়ে) এবং মোশাররফ হোসেন | ছবি: সংগৃহীত প্রতিনিধি পাবনা: প্রকল্পে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগে পাবনা পাউবোর প্রকৌশলী-ঠিকাদারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদক পাবনা জেলা আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. খাইরুল হক মঙ্গলবার বলেন, রোববার সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে পাউবোর পাঁচ কর্মকর্তা ও এক ঠিকাদারের বিরুদ্ধে মামলাটি করেছেন। মামলার আসামিরা হলেন- পাউবো পাবনার উপ-বিভাগীয় প্রকৌশলী মাসুদ রানা (২৯), উপ-সহকারী প্রকৌশলী রাজিব হোসাইন (৩৫), পাউবো কর্মকর্তা মোশাররফ হোসেন (৪২), ফরিদুল ইসলাম (৩০)…