চলনবিল বিধৌত খুবজিপুর হাটে পরীযায়ী পাখি বালিহাঁস বিক্রির সময় উদ্ধার করে অবমুক্ত করছেন চিকিৎসক আমিরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে নাটোরের গুরুদাসপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি নাটোর: নাটোরের গুরুদাসপুরে ফেরি করে বিক্রির সময় দুটি বালিহাঁস ও পাঁচটি হট্টিটি পাখি উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার শেষ বিকেলে পৌরশহরের একটি ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম তাঁর ক্লিনিকের ছাদে আনুষ্ঠানিকভাবে এসব পাখি অবমুক্ত করেন। ওই চিকিৎসক জানান, উপজেলার চলনবিল বিধৌত খুবজীপুর হাটে পরিযায়ী পাখিগুলো বিক্রির জন্য এনেছিলেন অপরিচিত এক ব্যক্তি। পাখি…