প্রতিনিধি কিশোরগঞ্জ হাওরের সোনালি ধান কাটায় ব্যস্ত দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কৃষিশ্রমিকেরা। গত মঙ্গলবার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বড় হাওরে | ছবি: পদ্মা ট্রিবিউন একদিকে এক দল শ্রমিক ধান কাটছেন, অন্যদিকে আরেক দল শ্রমিক ধানের বোঝা মাথায় করে এনে সড়কের পাশে স্তূপ করে রাখছেন। এখান থেকে ট্রাক, লরি, টমটম ও মহিষের গাড়ি দিয়ে ধান খলায় এনে মেশিন দিয়ে মাড়াই করছেন কেউ কেউ। জমির পাশেই ধান সেদ্ধ করছেন অনেক কিষানি। কেউ আবার রোদে ধান শুকানোর কাজে ব্যস্ত। বাজারে বিক্রি করতে বস্তায় ধান ভরছেন অনেকে। কিশোরগঞ্জের করিমগঞ…