রিয়াদ ইসলাম অলংকরণ: আরাফাত করিম রমজান মানেই ছোটবেলার এক আনন্দময় সময়, যেখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে জড়িয়ে থাকত খুনসুটি, উত্তেজনা আর নির্মল আনন্দের মুহূর্ত। এখন সেই দিনগুলো শুধুই স্মৃতির পাতায় বন্দী, কিন্তু একবার ভাবলেই যেন সেই সময়ের আবেগ, গন্ধ, অনুভূতি সব ফিরে আসে। আমার বয়স তখন ১২-১৪ বছর। সেই বছরই প্রথম রোজা রাখার সিদ্ধান্ত নেই। ছোটবেলায় বেশ চিকন থাকায় মা কখনোই চাইতেন না আমি রোজা রাখি। তার ভয় ছিল, আমি হয়তো অসুস্থ হয়ে পড়ব, দুর্বল হয়ে যাব। বাংলাদেশের বেশিরভাগ মায়েরই এমনটাই ভাবনা— বাচ্চারা রোজা রাখলে অসুস্থ হ…