ব্রাহ্মণবাড়িয়ায় কচুরিপানা থেকে বানানো হয় জৈব সার | ফাইল ছবি প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদের পারে কচুরিপানা থেকে তৈরি হচ্ছে জৈব সার। এই সার উৎপাদন করছেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম। জলজ উদ্ভিদ থেকে তৈরি জৈব সারের নাম দেওয়া হয়েছে ‘জলকমল’। সার প্যাকেটজাত করে গায়ে স্টিকার লাগিয়ে বিসিআইসির সারের ডিলারদের দোকানে বিক্রি হচ্ছে। স্বল্প খরচে ও সহজ পদ্ধতিতে উৎপাদিত এ সার দামে বেশ সাশ্রয়ী। উপজেলার অনেক কৃষিজমিতে এই সার ব্যবহার করা হচ্ছে। ২০২৩ সালে শুরুর দিকে নবীনগরের নদীপথ পরিষ্কার রাখতে নবীনগর ইউএনওকে নির্দেশ দেন ব্রা…