বড়াল নদে পানি ঢোকার পরে তলদেশে ফেলে রাখা মাটি অপসরণে তোড়জোড় শুরু হয়েছে। বুধবার দুপুরে রাজশাহীর চারঘাটে | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি রাজশাহী: বড়াল নদের প্রবাহ ফেরাতে বড়াল নদ খনন করার পরে নদের তলদেশেই মাটি ফেলে রাখা হয়েছিল। এখন পানি ঢোকার পরে সেই মাটি সরানোর তোড়জোড় শুরু করা হয়েছে। গত সোমবার থেকে পদ্মা নদীর পানি বড়ালে ঢুকেছে। ওই দিন থেকে মাটি সরানোর শ্রমিক নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যে এই নদের উৎসমুখের কাছে রেগুলেটরের (চারঘাট স্লুইসগেট) পূর্ব পাশের খনন করা জায়গা নতুন পানিতে ভেসে গেছে। এখন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলী বলছেন, ঠিকাদা…