হিন্দু সম্প্রদায়ের অন্যতম একটি ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা। এটি হোলি উৎসব নামেও পরিচিত। গালেমুখে আবিরের রং | ছবি: পদ্মা ট্রিবিউন প্রতিনিধি জবি: দোল পূর্ণিমা উপলক্ষে হোলি উৎসবে মেতে উঠে পুরান ঢাকার সনাতন ধর্মালম্বীরা। পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের আবির মাখিয়ে উদযাপন করা হয় হোলি উৎসব। এবার রোজার কারণে উপস্থিতি কম | ছবি: পদ্মা ট্রিবিউন সোমবার পুরান ঢাকার স্বামীবাগ, লক্ষ্মীবাজার, তাঁতিবাজার, গোপিবাগ, শাঁখারীবাজার এলাকা ঘুরে দেখা যায়— সনাতন ধর্মালম্বী শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ মেতেছেন আবির খেলায়। বাড়ির কত্রীরা থালায় করে আবি…