জীবনযাপন ডেস্ক বয়সের সঙ্গে সঙ্গে ভালোবাসা বাড়ুক দাম্পত্যে | ছবি: পদ্মা ট্রিবিউন অনেকের কাছে সুখী দাম্পত্য বিষয়টাই একটা মিথ। আবার যুগের পর যুগ দিব্যি সুখী দাম্পত্য জীবন যাপন করছেন, এমন উদাহরণও নেহায়েত কম নয়। দাম্পত্য সম্পর্কের গ্রাফ এই ওপরে উঠবে, আবার নিচে নামবে—এমন হওয়াটাই স্বাভাবিক, তবে একটা মাত্রার ভেতর। একটা স্বাস্থ্যকর দাম্পত্য সম্পর্কেও ঝগড়া, কথা–কাটাকাটি ও মনোমালিন্য হবে। সেই ছন্দ আর ছন্দপতনেরও একটা ভারসাম্য থাকে। গবেষণা তো বলছে, মাঝেমধ্যে ঝগড়া হওয়াই বরং দাম্পত্য সম্পর্কের জন্য ভালো। প্রতিবার ঝগড়া মিটমা…